29 C
Kolkata
Saturday, 19 July, 2025

Buy now

spot_img

এবার গরমের ছুটিতে কোথায় যাবেন?

স্কুলের গরমের ছুটির এই এক মাস ছোট মাঝারি বা লম্বা ভ্রমণের পরিকল্পণা রয়েছে? তাহলে এই প্রতিবেদনে চোখ বুলিয়ে পরিবারের সাথে দিব্যি পাড়ি দেওয়া যেতে পারে এমন কোনো আনন্দ যাত্রায়।  

গরমের ছুটি বলতে যেহেতু ছাত্র জীবনের এক মাসের ছুটি বোঝায় সেহেতু মা ও বাবার কর্মব্যাস্ত জীবন শৈলীতে লম্বা ছুটিতে ঘুরতে যাওয়ার আবদার ফলপ্রসু নাও হতে পারে। সেক্ষেত্রে কলকাতাবাসী পরিবারের কাছে সমুদ্র ও বরফের অনুভব একদিনেই পূরণ করা সম্ভব। সন্তানকে আনন্দ দেবার দেবার পাশাপাশি নিজেদেরও মনের খেদ ও গ্লানি কিছুটা হলেও দূর করা যায়। হাজারো ব্যাস্ততার মধ্যেও সপ্তাহের একটি দিন পরিবারকে এমন উপহার দেওয়া যেতে পারে। 

১) কলকাতায় কাশ্মীর – স্নো পার্ক 

নিজস্ব চিত্র

 – আজব দেশের গুজব কথা নয়, এই খাস কলকাতাতেই ৪০-৪৫ ডিগ্রী তাপমাত্রার মধ্যে মাইনাস ৫ ডিগ্রীর ঠান্ডা অনুভব করতে চাইলে, চলে আসতে হবে স্নো পার্ক। শুধু ঠান্ডা অনুভব নয়, কচি-কাচাদের সাথে বরফ ছুঁড়ে খেলার অনাবীল আনন্দের সাক্ষি হয়ে থাকা যায় এখানে। বরফের স্লেজ গাড়িতে বসে ফ্রেম বন্দি স্মৃতি হাসি ফোটাতে অব্যর্থ। ৫০০ টাকা প্রতি ঘন্টায় টিকেট মূল্য এবং সকল ১১টা  থেকে ৭ টা অবধি খোলা থাকে এই স্নোপাৰ্ক। জুতো জ্যাকেট গ্লাভস(পার্ক এর জন্য) টিকিটের মধ্যেই ধরা থাকে। তাছাড়াও নিজের ব্যাক্তিগত জিনিস রাখবার জন্য ১০০ টাকায় লকার পাওয়া যায়, যা পরে ফেরত যোগ্য। একদিনের জন্য এই গরমে পরিবার পরিবার সমেত নিজেকেও আনন্দ উপহার দেওয়া যেতে পারে সময় বাঁচিয়ে।   

ঠিকানা -সিক্সথ ফ্লোর, ওয়ান্ডারল্যান্ড পার্ক,এক্সিস মল, স্ট্রিট নম্বর ১০৬, নিউটউন অ্যাকশন এরিয়া -১,কলকাতা -৭০০১৫৬

ফোন : ০৯০৩৮৪০৫৫৩৬

২) লবণহ্রদে সমুদ্র ঢেউ- ওয়েট ও ওয়াইল্ড  –

ছবি : গুগল

 সমুদ্রের পারে বসে ঢেউ ছুঁইয়ে যাওয়া অনুভব শুধুমাত্র সাগর পরেই সম্ভব? না, এই কোলকাতাতে বসেও সম্ভব। ওয়েট ও ওয়াইল্ড এ।  সাথে আছে আরো অনেক চমক। একোয়া ড্রপ ও একোয়া কার্ল,থান্ডার বোল, টর্নেডো ফানেল, ত্রুসেডার রাইড, পাইরেট বে, রেইন ডান্স, টিউব স্লাইড,ক্রেজি রিভার,বডি স্লাইড নায়াগ্রা ফলস ওয়েভ পুল ওয়েভ রানার, আরো কত কি ! ওয়েভ পুলের পাশে বসে ঠান্ডা পানীয়তে চুমুক দিয়ে অনুভব করা যেতে পারে কোনো সাগর পারে দেহ ছুঁইয়ে যাওয়া ছোট বড় ঢেউ-রাশি । নায়াগ্রা ফলস এর নিচে জলপ্রপাতের স্রোত ধারায় সিক্ত হওয়া যেতে পারে। রেইন ডান্স এর মধ্যে দাঁড়িয়ে উপভোগ করা যেতে পারে এক আকাশ ভরা বৃষ্টি কে। একদিনে পরিবার সমেত কয়েক ঘন্টা কাটানো যেতে পারে ওয়েট ও ওয়াইল্ড এ। মজাদার অভিজ্ঞতার সাথে আনন্দময় মুহূর্ত আরও একবার আসার জন্য বাধ্য করবেই। 

ঠিকানা – ওয়েট ও ওয়াইল্ড– 

স্ট্রিট নম্বর-২৭, সল্টলেক বাইপাস, সেক্টর ফোর,কলকাতা- ৭০০১০৬

ফোন – ০৩৩ ৬৬২৮ ৫৫৪৯

টিকিট মূল্য- ₹১২০০/

শ্রীময়ী শ্রীখোলা –

ছবি : গুগল

 কলকাতা ছেড়ে উত্তরের দিকে হাতে তিন চার দিনের ছুটি থাকলে যাওয়া যেতে পারে শ্রীখোলা। মধ্যবিত্ত বাজেটে ভ্রমণ-পিপাসু বাঙালির কাছে শ্রীখোলা স্বপ্ন-পূরণ মনে হতে পারে। 

সান্দাকফু ফালুটের পথে, রিম্বিকের থেকে মাত্র ১৫ মিনিট দূরে পাহাড়ের কোলে এক অপরূপ ছবির মতো সুন্দর ভ্রমণ ক্ষেত্র শ্রীখোলা। শ্রীখোলা একটি লেপ্চা শব্দ, শ্রী মানে বয়ে চলা, খোলা মানে নদী । শহর থেকে দূরে, ব্যাস্ত জীবন থেকে পাশ কাটিয়ে, জটিল যান্ত্রিক জীবন থেকে কয়েক দিনের সময় কিনে নিয়ে নিজেকে হারানো শব্দে খুঁজে পাওয়া যেতে পারে এখানে। কোনো এক শান্ত বিকেলে শ্রীখোলা নদীর পাশে বসে নদীর কলরবে কথা হারিয়ে যেতে বাধ্য হবে। নদীর ওপর ২০০ বছরের ঝুলন্ত ব্রিজ ,সুদৃশ্য কটেজ, ফুলের বাগান, বার্চ পাইনের বন, বৌদ্ধ মন্দির, মাঝে নাম না জানা আঁকা বাঁকা পথ সব মিলিয়ে এক অপার্থিব শান্তিতে মন মুগ্ধ হবেই। শিলিগুড়ি থেকে দার্জিলিং হয়ে গাড়ি ভাড়া করে ৬ ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে এখানে। ছুটির মেয়াদ দীর্ঘ হলে দেখে নেওয়া যেতে পারে পার্শ্ববর্তী জায়গা- দার্জিলিং, অহলদারা, লামাহাট্টা, সিটং, গরুবাথান,লেপচাজগৎ, মিরিক, ধোত্রে, তাবাকশি,বড় মাঙবা-ছোট মাঙবা,দাওয়াইপানি, কার্শিয়ং,লাটপাঞ্চার,রিশ লাভা লোলেগাঁও। 

আকাশ পথে আস্তে চাইলে বাগডোগরা এয়ারপোর্ট, সেখান থেকে গাড়িতে শ্রীখোলার দূরত্ব ৭৫ কিলোমিটার।  

রেল পথে নিউ জলপাইগুঁড়ি, শ্রীখোলার দূরত্ব ৭০ কিলোমিটার। ২৩ কিলোমিটার দূরে কালিম্পঙ এবং ৬২ কিলোমিটার দূরত্ব দার্জিলিং থেকে। 

হোমস্টে-

১. SRK ৪৩৯-১৩০০টাকা /প্রতিজন    

২. SRK ₹৪৪০-১৫০০টাকা 

৩. SRK ₹৪৪১-১২০০টাকা 

হোটেল – শোভরাজ, শ্রীখোলা, পোস্ট অফিস রিম্বিক,জেলা দার্জিলিং, পিন ৭৩৪২০১, পশ্চিমবঙ্গ। 

ফোন – ৯৯৩৩৪৮৮২৪৩/৯৮২৩৭৫৫৪৬

ওয়েবসাইট – www.hotelshovraj.com 

সুন্দরী সোলাং –

ছবি : গুগল

 ছুটির সময় যদি ৫-৭ দিনের হয় ,তবে ঘুরে আসা যেতে পারে হিমাচলের বুকে ৮৪০০ ফুট উচ্চতায় বরফে ঢাকা অপূর্ব সুন্দর সোলাং ভ্যালি তে। মানালি থেকে লেহ মানালি হাইওয়ে ধরে রোটাং পাস যাওয়ার পথে ১৪ কিলোমিটার উত্তর পশ্চিমে পূর্বে এই সোলাং ভ্যালি। কাশ্মীরে যাওয়ার অধরা স্বপ্ন পূরণ হতে পারে এখানে। চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য্য, বরফে মোরা অপার্থিব এক জগৎ, যেখানে পাহাড়ের পাশে বয়ে চলেছে অপরূপা বিয়াস নদী। মে জুন মাসে দিনের বেলা তাপমাত্রা ৪-৫ ডিগ্রী ও রাত্রে মাইনাস ১-২ ডিগ্রী থাকতে পারে। রোমাঞ্চকর অভিজ্ঞতার স্বাদ পেতে -ট্রেকিং ক্যাম্পিং প্যারাগ্লাইডিং স্কিং এর সাথে আছে ডিজনি ল্যান্ড। মানালি মল রোড ৪৫ মিনিটের দূরত্বে সোলাং ভ্যালি তে গাড়ি নিয়ে যাওয়া যেতে পারে, ভাড়া পরবে ১২০০-১৫০০ টাকার মতো। ভ্যালিতে চমরী গাই সফর করতে চাইলে খরচ হবে ৫০০ টাকা। প্যারাগ্লাইডিং করার জন্য প্রথমে ফর্ম ভরে রোপওয়েতে করে যেতে হবে কিছুটা, দূরত্ব অনুযায়ী টিকিট মূল্য ১০০০-৩৫০০ টাকা পরবে। পার্শবর্তী দ্রষ্টব্যের মধ্যে ঘুরে আসা যায় অটল টানেল,রোটাং পাস্, হিমালয়ান ন্যাশনাল পার্ক, কোঠি, হিড়িম্বা দেবীর মন্দির, পার্বতী ভ্যালি, যোগনি জলপ্রপাত, মানালি। 

হোটেল পরিষেবা : সোলাং স্কি রিসোর্ট,পোস্ট অফিস -পালচান, মানালি, হিমাচল প্রদেশ 

ফোন নম্বর – [+৯১] ৯৬০২৮৬৭০৪৪/৭৮০৭৮৩৫৫০১/৭৮০৭৮৩৫৫০৪

আকাশ পথে -কুলু মানালি এয়ারপোর্ট 

রেল পথে -জগিন্দর নগর রেলওয়ে স্টেশন 

এছাড়াও বাস ও ক্যাব পরিষেবা বর্তমান। 

তথ্যসূত্রঃ 

দীপান্বিতা চক্রবর্তী
দীপান্বিতা চক্রবর্তী
একাধারে সাংবাদিকতা, মানবসম্পদ ও সৃজনশীল মিডিয়ায় সমৃদ্ধ অভিজ্ঞতা নিয়ে দীপান্বিতা আজ এক বহুমুখী লেখিকা। অনলাইন প্রকাশনা, ফিচার রচনা এবং স্ক্রিপ্ট উন্নয়নের ক্ষেত্রে তার অভিজ্ঞতা তাকে তীক্ষ্ণ সম্পাদকীয় দৃষ্টিভঙ্গি এবং গল্প বলার এক অনন্য দক্ষতা প্রদান করেছে। গণ সংযোগ ও মানবসম্পদ উন্নয়নে স্নাতকোত্তর দীপান্বিতা ডকুমেন্টারি স্ক্রিপ্টিং, ব্র্যান্ড স্টোরিটেলিং এবং গভীর গবেষণামূলক লেখায় এক উল্লেখনীয় অবদান রেখেছেন। প্রভাবশালী ব্লগ থেকে শুরু করে আকর্ষণীয় সামাজিক মাধ্যমের কনটেন্ট, বিভিন্ন শ্রেণীর পাঠকদের চাহিদা অনুযায়ী তার লেখনী শৈলী সবক্ষেত্রেই অনন্য। বিশ্ব বাংলায় তাঁর কাজ স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার প্রতি দৃঢ় প্রতিশ্রুতির এক প্রতিফলন।

প্রাসঙ্গিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সাথে থাকুন

110FansLike
105FollowersFollow
190SubscribersSubscribe
- বিজ্ঞাপন -spot_img

বাংলা ক্যালেন্ডার

সাম্প্রতিক